বিশেষ প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে উদ্বোধন করা হলো বৈকালিক স্বাস্থ্যসেবা। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু হয়েছে ।
গত ত্রিশে মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই স্বাস্থ্যসেবা উদ্বোধন করেন। দেশের বারোটি জেলা সদর হাসপাতাল এবং ৩৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা চালু হয়েছে। তারি ধারাবাহিকতায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বৈকালিক সেবা শুরু হলো।
এ বিষয়ে জানা যায়; বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
মেডিকেল অফিসারদের ২০০ টাকা এবং কনসালটেন্টদের ৩০০ টাকা ভিজিট প্রদান করে এই সেবা গ্রহণ করা যাবে।
এ বিষয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাক্তার আব্দুর নূর সায়হাম বলেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইহা একটি যুগান্তকারী পদক্ষেপ । গরিব-দুঃখী মানুষসহ সকলেই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন এবং তাদের কষ্ট করে বিভিন্ন ক্লিনিকে দৌড়াদৌড়ি করতে হবে না । তারা সামান্য কিছু অর্থের বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
Leave a Reply