বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

 

বিশেষ প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে উদ্বোধন করা হলো বৈকালিক স্বাস্থ্যসেবা। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু হয়েছে ।

গত ত্রিশে মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই স্বাস্থ্যসেবা উদ্বোধন করেন। দেশের বারোটি জেলা সদর হাসপাতাল এবং ৩৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা চালু হয়েছে। তারি ধারাবাহিকতায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বৈকালিক সেবা শুরু হলো।

এ বিষয়ে জানা যায়; বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

মেডিকেল অফিসারদের ২০০ টাকা এবং কনসালটেন্টদের ৩০০ টাকা ভিজিট প্রদান করে এই সেবা গ্রহণ করা যাবে।

 

এ বিষয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাক্তার আব্দুর নূর সায়হাম বলেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইহা একটি যুগান্তকারী পদক্ষেপ । গরিব-দুঃখী মানুষসহ সকলেই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন এবং তাদের কষ্ট করে বিভিন্ন ক্লিনিকে দৌড়াদৌড়ি করতে হবে না ।  তারা সামান্য কিছু অর্থের বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme