নিজস্ব প্রতিবেদক:
টাংগাইলের সখিপুরে সেলিম আল পাঠাগার ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তি দিল। আজ ২৪ এপ্রিল সোমবার সকালে পাঠাগারের নিজস্ব কার্যালয় টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া গ্রামে “ সৃজনশীল বৃত্তি প্রদান ও ইসলামী কর্নারেরও” উদ্বোধন করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টাংগাইল জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার। বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, আলহাজ আ. হালিম, আতিকুর রহমান দুলাল,শাহাদত শাহজাহান, শাহীন মাহমুদ, মাইন উদ্দিন, তুষার হাসান, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফ মিয়া, সহ-সভাপতি মোঃ সাদিকুর রহমান বিপ্লব, কোষাধ্যক্ষ মোঃ আলমঙ্গীর হোসেন, ফেরদৌস আরা ডায়না। অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানের সকল বক্তাই এই পাঠাগারের উপকারিতা তুলে ধরেন, যে সময়ে ছাত্র-ছাত্রীরা মোবাইলে ও অন্যান্য নেশায় আশক্ত সেই সময়ে এখানে এই অজপাড়া গায়ে আলোক বর্তিকা হিসেবে এই পাঠাগার স্থাপন করা হয়েছে, যা শুধু কচুয়া নয় সারা সখিপুরে আলো ছড়াবে। এ পাঠাগারের বই পড়ে জ্ঞান বিকশিত হবে চারিদিক এমনই মন্তব্য করেন সকল বক্তাই। এমন একটি উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। সকলেই এর উদ্যোক্তা সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদকে ধন্যবাদ জানান।
Leave a Reply