নিজস্ব প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর ৩ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মৌজার লোকজনসহ কৃষক শ্রমিক জনতালীগের নেতৃবৃন্দ “মরনফাদ আটিয়া বন অধ্যাদেশ’৮২ সংশোধন ও খাজনা নেওয়াসহ ১২ দফা দাবিতে সখিপুর ইউ.এন.ও. প্রকৌশলী ফারজানা আলমকে স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সানোয়ার হোসেন সজিব,বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিছ আলী সিকদার,বীরমুক্তিযোদ্ধা আঃ হালিম সরকার লাল (সাবেক চেয়ারম্যান),আলহাজ আঃ ছবুর খান, প্রেসক্লাবের সভাপতি মো: ইকবাল গফুর,মোঃ দুলাল মাস্টার, মোঃ ছানোয়ার হোসেন মাস্টার, মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, মোঃ জাহিদ হোসেন রিপন প্রমুখ।
স্মারক লিপিতে ১২ দফার উল্লেখযোগ্য বিষয়গুলি হচ্ছে আটিয়া বন অধ্যাদেশ’৮২ সংশোধন করা, ৬২এর আরওআর/এস এ রেকর্ড পূর্ণবহাল করা, সখিপুর উপজেলাসহ সকল উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন বিভাগের মামলা নিষ্পিত্তি করা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গুলোকে এই আইনের আওতামুক্ত করে বৈধ কাগজ পত্র প্রদান করা, বসতবাড়ী এবং আবাদী জমি দখল মোতাবেক কাগজ থাক বা না থাক চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করা, পরিবেশ ও পরিবেশের ভারসাম্য বিনাশকারী প্রজাতির বৃক্ষ রোপন না করে দেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ভেষজ উদ্ভিদ রোপন করা,শতবর্ষের বসতবাড়ীতে কোন জরাজীর্ণ ঘর মেরামতের বাধা প্রদান না করা ইত্যাদি ।
Leave a Reply