বার্তা সম্পাদক;
টাঙ্গাইলের সখিপুরে সুরীর চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। ২০মার্চ (সোমবার) সকাল ১০টা হতে শুরু হওয়া ক্রীড়া অনুষ্ঠান ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়। এতে প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। আরো বক্তব্য রাখেন ১নং কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন,বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম মুক্তা,কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, বাঘেরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শোয়েব-আল মামুন,ইন্দারজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মোন্তাজ নগর আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ,এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply