সখিপুর নিজস্ব প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে মহান মুক্তিযোদ্ধের চারণভুমি কাদেরীয়া বাহিনীর হেডকোয়াটার খ্যাত“ মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ২ দিন ব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। ১৪ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টা হতে শুরু হওয়া ক্রীড়া অনুষ্ঠান ১৫ মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়। এতে সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোঃ সামছুল হক বিএবিএড সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, বাঘেরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শোয়াইব-আল মামুন,মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী মোঃ ওসমান গনি, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আঃ খালেক মাস্টার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ লেবু মিয়া, মোঃ হায়দার আলী,মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্ন সদস্যবৃন্দ,বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ,এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply