নিজস্ব প্রতিবেদক;
টাঙ্গাইলের সখিপুরে কুতুবপুর প্রভাকর মডেল একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারী (রবিবার) দিন ব্যাপী অনুষ্ঠান মালায় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এতে এ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম লেবু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম খান যুগ্ম সম্পাদক কুতুবপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ।প্রধান আলোচক ছিলেন, মোঃ সাইফুল ইসলাম সদস্য পরিচালক প্রভাকর মডেল একাডেমি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠোনের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার আপামর জনসাধারণ ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Leave a Reply