নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে হাতিবান্ধা তালিমঘরে একুশে ফেব্রæয়ারী উপলেক্ষে “কিডনি এওয়ারন্যাস মনিটনিং এন্ড প্রিভেনশন সোসাইটি(ক্যাম্পাস) কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফ্রিমেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে “সবার জন্য কিডনি স্বাস্থ্য-সুরক্ষায় করনীয় ”শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব উপস্থাপন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও (সখিপুর-বাসাইল) টাঙ্গাইল -০৮ এর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
উদ্বেধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত সচিব,বাণিজ্য মন্ত্রনালয় মোঃ মনছুরুল হক (হীরা)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রকৌশলী ফারজানা আলম, সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমীন মুকুল,সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম প্রমুখ।
এ অনুষ্ঠানের আয়োজক ডাঃ আঃ ছামাদ বলেন-ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ ক্যাম্পাস গত ১৯ বছর যাবত গ্রামের হত-দরিদ্রদের মাঝে আমরা এই্ স্বাস্থ্য সেবা প্রদানের আয়োজন করে আসছি।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন-ডাঃ এম.এ. সামাদ এর মত এরুপ মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংশার দাবিদার। সমাজের প্রত্যেকের ক্যাম্পাসের মত মানবিক কর্মকান্ডে নিজেদের সাধ্যমত অবদান রাখা উচিত। তিনি আরো বলেন-ব্যক্তি উদ্যোগে আয়োজিত এসব স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকান্ডে সরকারী ও বিত্তবান শ্রেণির মানুষদের সহযোগিতা খুব জরুরী।
এ অনুষ্ঠানের আয়োজক ডাঃ আঃ ছামাদ বলেন-ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ ক্যাম্পাস গত ১৯ বছর যাবত গ্রামের হত-দরিদ্রদের মাঝে আমরা এই্ স্বাস্থ্য সেবা প্রদানের আয়োজন করে আসছি। গত ১০ দিন পূর্ব হতে রেজিঃ শুরু প্রায় ৩০০ জনের নিবন্ধন হয়েছে। আজকে দিনব্যাপী প্রায় অর্ধবশত বিশেষজ্ঞ ডাক্তার রুগীদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন। ৩০০জনের অধীক রুগীর চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
Leave a Reply