সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

সখিপুর সরকারি জমি দখলের চেষ্টা; আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুরে সরকারি খাস জমি জবর-দখল করে ঘর নির্মাণের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মোস্তফা খান রাজিব (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ১০ (ফেব্রুয়ারি) শুক্রবার দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা উপজলার প্রতিমাবংকী গ্রামের শোলাপ্রতিমা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। রাজিব টাঙ্গাইলের বাসাইল উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বাসাইল পৌরসভার ২নং ওয়ার্ডর বজলুর রহমান খানের ছেলে। আদালত সূত্রে জানা যায়, উপজলার প্রতিমাবংকী গ্রামের শোলাপ্রতিমা এলাকায় সরকারি ১নং খাস খতিয়ানের এসএ ৯১নং দাগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলছে। শুক্রবার দুপুর ১টার দিক আওয়ামী লীগ নেতা রাজিবের নেতৃত্বে শতাধিক লোক স্টেডিয়াম নির্মাণাধীন ওই জমিতে হঠাৎ টিনের ঘর নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে উপজলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে একটি দল ঘটনা স্থলে উপস্থিত হন। ভ্রাম্যমাণ আদালতের আসা টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রাজিব বাক-বিতন্ডা ও আদালতকে হুমকি দেয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই বান্ডিল টিন ও কাঠ জব্দ করেন। আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমি জবর-দখলের চেষ্টা, সরকারি কাজে বাধা ও আদালতকে হুমকির অপরাধে পেনাল কোর্টের ১৮৬ ও ১৮৯ ধারায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।

সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত রাজিবকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme