রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

সখিপুরে নব গঠিত হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুরে নব গঠিত হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার হতেয়া হাজী হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোঃ হুমায়ুন খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য উপস্থাপন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কৃষক শ্রমিক-জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু, মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস, উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস সবুর, সম্মেলন প্রস্ততিতি কমিটির সদস্য মোঃ আয়নাল হক, সানোয়ার হোসেন মাস্টার, পৌর কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবু জাহিদ রিপন, আশিক জাহাঙ্গীর, উপজেলা যুব আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক আলম মিয়া প্রমুখ।

জনসভায় সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ, কৃষক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় কৃষক শ্রমিক জনতালীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেন,একদল ক্ষমতায় থাকার জন্য মারামারি করে, আরেকদল ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করে। তিনি বলেন.সাড়ে তেইশ বছর পর আমার বোন শেখ হাসিনার সাথে দেখা করায় আ.লীগের লোকজন দুলাভাইকে বাব ডাকা শুরু করেছে, নীতিভ্রষ্ট হওয়া ভালো না, আমি আমার বোনকে বলেছি ২০১৮ সালে ভালো নির্বাচন হয় নাই,বঙ্গবন্ধুকে এদেশের মানুষ ভাল বাসে, আপনাকেও এদেশের মানুষ ভালোবাসে, একটি ভালো নির্বাচন করুন। আগামী নির্বাচনে  টাঙ্গাইলে কোন ভাবেই ভোট চুরি করতে দিবো না। আমি(কাদের সিদ্দিকী) বোন (শেখ হাসিনা)কে বলেছি বিএনপি’র সমাবেশে বাধা দেওয়া উচিত হয়নি,বাধা দেওয়ায় তাদের তিনঘন্টার সমাবেশ ৬০ঘন্টা হয়েছে। আর বাধা না দিলে বিএনপি’র ১০টি সমাবেশ বসা নিয়ে বিবাদে কমপক্ষে ২হাজার চেয়ার ভাংচুর হতো। তিনি আরো বলেন,জামায়াত স্বাধীনতা বিরোধীদল তাদেরকে আমি পছন্দ করি না, আল্লাহ আমাকে জামায়াতের সাথে বেহেশতে যেতে বললেও আমি সেখানেই বসে পড়ব, তাদের সাথে বেহেশতেও যাবো না।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme