বিশেষ প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ( ৪ জানুয়ারী বুধবার) সখিপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এক আনন্দ রেলীর আয়োজন করা হয়। সখিপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আল মামুন যুগ্ন আহবায়ক আল মাহমুদ প্রান্ত যুগ্ন আহবায়ক আলামিন যুগ্ন আহবায়ক সাইফুল,মুজিব কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রকিবুল হাসান বিজয় শহর ছাত্রলীগের আহ্বায়ক রিজভী শিকদারের নেতৃত্বে সখিপুর ডাকবাংলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সখিপুর গোল চত্বরে এসে রেলি শেষ হয় । এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনেক ছাত্রলীগ কর্মী একত্রিত হয়। ছাত্রলীগের নেতারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। সাকিবের উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আল মামুনের সভাপতিত্বে সখিপুর গোল চত্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ছাত্রলীগের নেতারা বক্তব্য প্রদান করেন । বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সখিপুর শহর ছাত্রলীগ এবং উপজেলা ছাত্রলীগের নেতারা । এছাড়া বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক রনি আহমেদ। আনন্দ রেলিতে আরো উপস্থিত ছিলেন সখিপুর পৌরসভার তিনবারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সরকারি শাহাদত কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব আলীম মাহমুদ যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান আতোয়ার সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খাঁন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ যুবলীগ সহ অনেক নেতাকর্মী আনন্দ রেলিতে যোগ দেন।
এদিকে বিকেলে আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে ঐতিহাসিক মুক্তার ফোয়ারা চত্তরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে প্রতষ্ঠিা বার্ষিকী পালন করেন।
Leave a Reply