সখিপুর; প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” এই শ্লোাগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ মানবাধিকার কমিশন, সখিপুর উপজেলা শাখা ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করে। আজ ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় সখিপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে রেলি বের হয়ে উপজেলার মুক্তার ফোয়ারা চত্বর ঘুরে এসে উপজেলা হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয় ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এবং সঞ্চালনা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া । এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সখিপুর আবাসিক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যাপক আবদুল আলীম, অধ্যাপক আহম্মদ আলী, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, কামরুল হাসান, বহুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সখিপুর গুড-নেইবারসের ম্যানেজার সাইফুল ইসলাম, পারভীন আক্তার প্রমুখ।
Leave a Reply