বার্তা সম্পাদক
সখিপুর-বাসাইলের সংসদ সদস্য এ্যাড.জোয়াহেরুল ইসলাম দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সখিপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, আতশবাজি ও বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এ আনন্দ মিছিলের আয়োজন করেন।
আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে এসে শেষ হয়। এসময় চত্বরে আগত সকল মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ শোভাযাত্রায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, একেএম আতিকুর রহমান আতোয়ার, দুলাল হোসেন, আনসার আলী আসিফ, আনোয়ার হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম খান, নজরুল ইসলাম নবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মুসলিমা খাতুন, বেবি বাদশা, সোহেল সরকার,শিবলী সাদিক, রনি আহমেদ, যুবলীগের আহবায়ক এমএ ছবুর, যুগ্ম আহবায়ক সজীব আহমেদ, ছাত্রলীগ নেতা রাসেল আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, ৭ নভেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় বার এ্যাড.জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Leave a Reply