স্টাপ রিপোর্টার্স
টাঙ্গাইলের সখিপুরে (১০ অক্টোবর সোমবার) বিকেলে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সখিপুরের ঐতিহাসিক সৃষ্টি সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে। কাকড়াজান ইউনিয়নের জিতাশ^রী একাদশ এবং কালিয়া ইউনিয়নের মাউজুন ক্লাব বেলতলীর মধ্যে খেলাটি অনুষ্টিত হয়। খেলায় দেশী-বিদেশী খেলোয়াড় অংশ গ্রহণ করেন। টুর্ণামেন্টের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সখিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, ইদ্রিস আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, উপজেলা ভাইসচেয়ারম্যান শফিউল ইসলাম, ইউসিসিএ লি.চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, আবু নাসের ফারুক, গোলাম কিবরিয়া বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় জিতাশ^রী একাদশকে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে মাইজুন ক্লাব বিজয়ী হয়েছে। মাইজুন ক্লাবের খেলোয়াড় মনির হোসেনকে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply