শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

সখিপুরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড; ক্ষতির পরিমাণ কোটি টাকার উপর

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সানবান্ধা উত্তরে কাশেম মিয়ার স’মিল সংলগ্ন তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার উপরে সম্পদ পুড়ে ছাই হয়েছে।ঘটনাস্থলে গিয়ে জানা যায় সখিপুর পৌরসভার ল্যাপ-তোষকের দোকানদার মোঃ শহিদুল ইসলাম সখিপুর পৌসভার শেষ মাথায় তার নিজস্ব একটি বড় আকারে তুলার গোডাউন তৈরি করে সেখানে ৩/৪টি মেশিন বশিয়ে ল্যাপ-তোষকের তুলা উপযোগী করে সাপ্লাই করে থাকেন।শীত মৌসুমের আগেই তুলা বেশীকরে মজুত করে রাখেন। এবারো তিনি প্রায় ৫০ লক্ষ টাকার তুলা মজুত করেছেন বলে জানা যায় । একমাস পরেই এগুলা বাজার জাত করা হবে।কিন্তু বিধি বাম তার আশা ভরসা আজ সকাল ১০.৫০মিনিটের সময় তার ছেলে কারেন্টের মর্টারে সুইজ দেওয়ার সাথে সাথে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে মুহুর্তেই আগুন জলে উঠে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে আগুন লাগার প্রায় ২০-২৫ মিনিট পড়ে সখিপুর হতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে পৌছে ঘটনাস্থলে। শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম বলেন-সুইজ দেওয়ার সাথে সাথে আগুন জ্বলে উঠে এবং সাড়া ঘরে ছড়িয়ে পড়তে ২ মিনিট সময় লাগছে। সখিপুর ফায়ার সার্ভিস এর সাবঃ অফিসার লাভলু তরফদার বলেন-আমাদের সরাসরি ফোন দিলে আমরা কিচুক্ষণ আগে আসতে পারতাম কিন্তু ওনারা ৯৯৯ এ ফোন দিয়েছে সেটা হতে আমাদেরকে জানাতে সময় লেগেছে, আমরা দ্রুতই আসছি কিন্তু এই টুকু রাস্তা সখিপুরের সবচেয়ে জানজটের কারণে ১০মিনিট সময় বেশি লেগে গেছে।এসএসসির গণিত পরীক্ষার্থীরা হলে ডুকেছে বা ডুকতেছে এই মুহুর্তে তিনটি কেন্দ্রের পরীক্ষার্থী এবং অভিভাবকদের কারণে জানজট সৃষ্টিতে সময় লেগেছে । তবুও আসতে পেরে সম্পূর্ণ আগুন এখন নিয়ন্ত্রণে আসছে ।শহিদুল ইসলাম সংবাদ শুনেই অজ্ঞান হয়ে পড়েছেন ।কারণ তার জীবনের সমস্ত অর্জন এই ব্যবসায় খাটিয়েছেন।আগুনে তার সব কিছু কেড়ে নিল।পথে বসে পড়ার মত তার অবস্থায় এখন।

শহিদুল ইসলাম সরকারী-বেসরকারী সাহায্য সংস্থা হতে তিনি সাহায্য প্রার্থনা করছেন।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme