বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

সখিপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী পূর্ণিমা

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

 সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের সখিপুরে পূর্ণিমা আক্তার(১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী বাল্যলবিয়ে থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের হস্তক্ষেপে এ বাল্যবিয়ে বন্ধ হয়। পূর্ণিমা উপজেলার কাকড়াজান ইউনিয়নের হেংগারচালা গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। জানা যায়, পূর্ণিমার সাথে তার মামাতো ভাই ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের রনি আহম্মেদের বিয়ের প্রস্তুতি চলছিলো। শুক্রবার দুপুরে গোপনসংবাদ পেয়ে ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদকে ওই বাড়িতে পাঠায়। বাড়িতে গিয়ে বাল্যবিয়ে আয়োজনের সততা পায়। পরে তিনি উপজেলা নিবার্হী অফিসারের নির্দেশে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহম্মেদ জানান, ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে দেখি বিয়ের আয়োজন চলছে। বর পক্ষের লোকজন কনের বাড়িতে উপস্থিত ছিলো না। তাদের সাথে মুঠোফোনে কথা বলে সর্তক করা হয়েছে। পরে ইউএনও স্যা রের নির্দেশে বিয়েটি বন্ধ করে দেই। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme