সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি;
আরিফ টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চবিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আরিফ মিয়াকে (২৪) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আরিফের সঙ্গে ছাত্রীদের টিকটক ভিডিও করতে বাধ্য করার এমন অভিযোগ এনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। জেলা শিক্ষা অফিসার লায়লা খানম গত রোববার বিকেলে হঠাৎ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলে উক্ত ঘটনার সত্যতা খুঁজে পান। জেলা শিক্ষা অফিসার লায়লা খানম আরিফকে সাময়িক ভাবে বরখাস্ত করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিকে পরামর্শ দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বলেন ইতিমধ্যে নিরাপত্তাকর্মী আরিফকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য আরিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় স্কুলের একজন মেয়ের অনুরোধে আমি ওই টিকটকে অংশ নিয়েছিলাম। ওই ভিডিওটি ভাইরাল হয়েছে বলে শুনেছি। আমি কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করিনি। আমি নিয়োগ পাওয়ার পর থেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছি । সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন অভিযোগ পেয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যায় পাবনা জেলার বাসিন্দা আরিফ মিয়া প্রায় পাঁচ বছর ধরে উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে ভাড়া থাকেন। সেই পরিচয়ে এক বছর আগে ওই বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী পদে চাকরি নেন আরিফ। মাস ছয়েক ধরে আরিফের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ কিছু ছাত্রীর সঙ্গে টিকটক ভিডিও করার অভিযোগ ওঠে। বিদ্যালয়ের ইউনিফর্ম পরা ছাত্রীর সঙ্গে আরিফের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।
Leave a Reply