সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরের সকলের পরিচিত সখিপুর বিদ্যুৎ অফিসের কর্মরত মোঃ হারুন মিয়া (৪০) নামে এক বিদ্যুৎ শ্রমিক ২৬ আগস্ট, শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার আন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১২ টার দিকে বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য খুঁটিতে উঠেন তিনি। লাইন মেরামতের একপর্যায়ে খুঁটি থেকে ছিটকে পড়ে মাথায় খুবই গুরুত্বর আঘাত পায় । স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য দ্রæত সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করলে টাঙ্গাইল নেওয়ার পথে তার মৃত্যু হয়। সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত আঃ মজিদ মিয়ার নয় জন ছেলের মধ্যে একজন হলো মোঃ হারুন মিয়া। মৃত্যুকালে তার স্ত্রী ও দুই ছেলে রেখে যান।
রাত নেই নিশি নেই সখিপুরের সকল মানুষের যে কোনো ধরনের বৈদ্যুতিক সমস্যা হলেই যাকে ডেকে পাওয়া যেত। সখিপুরের সকলের প্রিয় মানুষটি সেই হারুন আজ সকল বিদ্যুৎ গ্রাহকদের ছেড়ে চলে যাওয়াতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply