সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি;
জ্বালানি তেল-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উধর্বগতি, নজিরবীহীন লোডশেডিং, সরকারের লুটপাট-দূর্নীতির প্রতিবাদে এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সখিপুর উপজলো ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন।
২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটায় বিএনপি র্কাযালয় হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা, পৌরসভার, বিভিন্নœ ইউনিয়নের নেতাকর্মিরা খন্ড-খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল শেষে সরকারি মুজিব কলেজ মোড় এলাকায় সমাবেশ করে। কেন্দ্রীয় র্কমসূচীর এমন বড়-সড় রাজনৈতিক কর্মসূচী পালন করতে পেরে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল নেতা-র্কমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম আহবায়ক হাসিনুজ্জামিল শাহীন, এডভোকেট ফরহাদ ইকবাল, আবুল কাশেম, জেলা কৃষক দলের সভাপতি টিপু হায়দার খান, বাসাইল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটল,সদস্য সচিব এডভোকেট আবু হায়াত খান নবু, সখিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, উপজেলা মহিলা বিএনপির আহবায়ক মুন্নি আক্তার, পৌর বিএনপির সদস্য সচিব মীর আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সাবেক উপজলো ভাইস চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক উপজলো বিএনপি সিকদার মুহাম্মদ ছবুর রেজা, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান টিপু, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেনসহ উপজেলা পৌর, ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতার্কমী অংশ নেন।
Leave a Reply