শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

সখিপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে নানা আয়োজন

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি;

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টাঙ্গাইলের সখিপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সখিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‌্যালি, চিত্রাংকন,কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে  ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রফেসর আলীম মাহমুদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার,বীর মুক্তিযোদ্ধা এমও গণি, অধ্যাপিকা মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য দেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ উপজেলার ১২১টি স্থানে গণভোজের আয়োজন করে। গণভোজের প্রতিটি স্থান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সফল করার জন্য অংশগ্রহণ করেন।

এ দিকে-জাতীয় শোক দিবসে সখিপুরের ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধের হেড-কোয়াটার খ্যাত মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় নানারুপ কর্মসূচীর আয়োজন করে।  সকালে  বিদ্যালয় আঙ্গিনায় অবস্থিত মুক্তি যুদ্ধের স্মৃতিস্তম্বে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন, শোক র‌্যালি চিত্রাংকন,কবিতা আবৃত্তি, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সামছুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১নং কাকড়াজান ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি আঃ কদ্দুছ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মাও: মোঃ রুহল আমিন ছিদ্দিকী, উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,এলাকার বীরমুক্তিযোদ্ধাগণ,মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ,একাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর

Office : Sakhipur,Tangail,Bngkadesh. Mobile : 01717338188

Email : acottorerronangon@gmail.com

© All rights reserved © 2021 Ten Theme