সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুরে ১৪ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার (৩০ জুলাই) দুপুরে “সৃজনশীল সখিপুর”এর ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৪ জন মুক্তিযোদ্ধাকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে একই বংশের (গোষ্ঠী) ১৪ মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব¡প্রাপ্ত প্রশাসক ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
নাট্যজন আলী হাসান এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি শওকত শিকদার, চর্যাপদ গবেষক ও সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.শফিকুর রহমান,সংবর্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মুন্সী প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধেয় ১৪ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ৯ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও উপহার তাদের হাতে এবং মৃত ৫ বীর মুক্তিযোদ্ধার সম্মাননা স্মারক ও উপহার তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Leave a Reply