সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি;
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’২২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানি, সাংবাদিক আমিনুল ইসলামসহ অন্যান্য সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply