নিজস্ব প্রতিবেদক:
আজ (২ জুলাই শনিবার) ইন্দারজানী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় ১নং কাকড়াজান ইউনিয়নের প্রয়াত ৪ বারের সাবেক চেয়ারম্যান শামছুল হক পান্নার স্মরণে প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এতে আলহাজ মোঃ ইনছান আলীর সভাপতিত্বে এবং মিজানুর রহমান লাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন-টাঙ্গাইল ০৮ আসনের জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম । এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, সা’দত বিশ^ঃ কলেজের সাবেক অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, ১নং কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সখিপুর পি.এম পাইলট গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার,কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল হোসেন,বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহশিক্ষগণ, সখিপুর উপজেলা যুবলীগের আহবায়ক এম.এ ছবুর, যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, মহিলা আওমামলীগের সাধারণ সম্পাদক রিতাসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন-মরহুম শামছুল হক পান্না জীবদ্দশায় আজীবন কাকড়াজানের উন্নয়নের চিন্তা করেছেন। তার চিন্তা ও চেতনায় ছিল শুধু কাকড়াজানের উন্নয়ন তিনি এতই জনপ্রিয় ব্যক্তি ছিলেন যে, ৪ বার নির্বাচন করেছিলেন কিন্তু কোন পোষ্টার বা লিফলেট ছাপানো ছাড়া। সর্বশেষে মরহুম শামছুল হক পান্নার রুহের মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply